গীতিকার: লালন ফকির
শিরোনাম: রসুল যিনি নয়গো তিনি আব্দুল্লার তনয়
রসুল যিনি নয়গো তিনি আব্দুল্লার তনয় ।
আগে বোঝো পরে মজো নইলে দলিল মিথ্যা হয় ॥
মোহাম্মদ আবদুল্লার ছেলে রজঃবীজে জন্ম নিলে ।
আমেনাকে মা বলিলে প্রকাশ হলেন মদীনায় ॥
তার চার সন্তান চার সন্ততি গণনা এই হলো সৃষ্টির বাসনা ।
তিনি বিবি হয় সৈয়দেনা এগারোটি বাদ পড়ে রয় ॥
মোহাম্মদ জন্মদাতা নবী হলেন ধর্মপিতা ।
লালন বলে সৃষ্টির লতা আল্লাতে মিশে রয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা