গীতিকার: লালন ফকির
শিরোনাম: রসুল কে তা চিনলেনা রে
রসুল কে তা চিনলেনা রে ।
রসুল পয়দা হলেন আল্লার নূরে ॥
রসুল মানুষ চিনলে পরে আল্লা তারে দয়া করে ।
দেল আরশে আল্লা নবী দুজনাতে বিহার করে ॥
নয়নে না দেখলাম যারে কি মতে ভজিবো তারে ।
নীচের বালু না গুনিয়ে আকাশ ধরছো অন্ধকারে ॥
রসুল মানুষের সঙ্গ নিলে যম যাতনা যেতো দূরে ।
লালন বলে রসুলেরে না চিনে পড়েছি ফ্যারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬২৯