গীতিকার: লালন ফকির
শিরোনাম: রসুল রসুল বলে ডাকি
রসুল রসুল বলে ডাকি ।
রসুল নাম নিলে পরম সুখে থাকি ॥
মক্কায় গিয়ে হজ্ব করিয়ে রসুলের রুপ নাহি দেখি ।
মদীনাতে গিয়ে দেখি রসুল মরেছে তার রওজা এ কী ॥
কুল গেলো কলঙ্ক হলো আর দিতে কি আছে বাকী ।
দ্বীনের রসুল মারা গেলে কেমন করে দুনিয়ায় থাকি ॥
হায়াতুল মুরসালিন বলে কোরাণেতে লেখা দেখি ।
সিরাজ সাঁই কয় অবোধ লালন রসুল চিনলে আখের পাবি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬২৯