গীতিকার: লালন ফকির
শিরোনাম: রসুলের সব খলিফা কয় বিদায়কালে
রসুলের সব খলিফা কয় বিদায়কালে ।
গায়েবী খবর আর কি পাবো তুমি আজ চলে গেলে ॥
কোরাণের ভিতর সে তো মোকাত্তায়াত হরফ কত ।
মানে কও তার ভালোমত ফেলোনা গোলে ॥
মহাপ্যাচ আইন তোমার বুঝে ওঠে কী সাধ্য কার ।
কি করিতে কি করি আর সহি না বুঝলে ॥
আহাদ নামে কেন আপি মীম দিয়ে মীম করো নফি ।
কী তার মর্ম কও নবীজি লালন তাই বলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৩১