গীতিকার: লালন ফকির
শিরোনাম: রুপের ঘরে অটলরুপ বিহারে চেয়ে দেখনা তোরা
রুপের ঘরে অটলরুপ বিহারে চেয়ে দেখনা তোরা ।
ফণী মণি জিনি রুপের বাখানি দুইরুপে আছে সেইরুপ হলো কারা ॥
যেজন অনুরাগী হয় রাগের দেশে যায়
রাগের তালা খুলে সেরুপ দেখতে পায়
রাগেরই করণবিধি বিস্মরণ
নিত্যলীলার অপার রাগ নিহারা ॥
অটল রুপ সাঁই ভেবে দেখো তাই
সে রুপের কভু নিত্যলীলা নাই
যেজন পঞ্চতত্ব যজে লীলারুপে মজে
সে কি জানে অটলরুপ কি ধারা ॥
আছে রুপের দরজায় শ্রীরুপ মহাশয়
রুপে তালাছোড়ান তার হাতে সদাই
যেজন শ্রীরুপগত হবে তালা ছোড়ান পাবে
অধীন লালন বলে অধর ধরবে তারা ॥

তথ্য