গীতিকার: লালন ফকির
শিরোনাম: রুপের তুলনা রুপে
রুপের তুলনা রুপে ।
ফণী মণি সৌদামিনী কি আর তার কাছে শোভে ॥
যে দেখেছে সেই অটল রুপ বাক নাহি মেরেছে চুপ ।
পার হলো সে এ ভবকূপ রুপের মালা এ হৃদয় জপে ॥
আমি বিদ্যে বুদ্ধি হানি ভজন সাধন নাহি জানি ।
বলবো কী সে রুপ বাখানি মনমোহিনীর মনোকল্পে ॥
বেদে নাই সে রুপের খবর কেবল শুদ্ধপ্রেমে বিভোর ।
সিরাজ সাঁই কয় লালনরে তোর নিজরুপে রুপ দেখ সংক্ষেপে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা