গীতিকার: লালন ফকির
শিরোনাম: সাধ্য কিরে আমার সেইরুপ চিনিতে
সাধ্য কিরে আমার সেইরুপ চিনিতে ।
অহর্নিশি মায়াঠুসি জ্ঞান চক্ষেতে ॥
ঈশানকোণে হামেশ ঘড়ি সে নড়ে কি আমি নড়ি ।
আমার আমি হাতড়ে ফিরি পাইনা ধরিতে ॥
আমি আর সে অচিন একজন এক জায়গাতে থাকি দুজন ।
ফাঁকে থাকি লক্ষ যোজন না পাই দেখিতে ॥
ঢুড়ে হদ্দ মেনে আছি এখন বসে খেদাই মাছি ।
লালন বলে মরে বাঁচি কোন কার্যেতে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৭৫