গীতিকার: লালন ফকির
শিরোনাম: সাধুসঙ্গ করো তত্ব জেনে
সাধুসঙ্গ করো তত্ব জেনে ।
সাধন হবেনা অনুমানে ॥
সাধুসঙ্গ করোরে মন অনর্থে হবে বিবর্তন ।
ব্রহ্মজ্ঞান ইন্দ্রিয়দমন হবেরে সঙ্গগুণে ॥
নবদ্বীপে পঞ্চতত্ব তার স্বরুপে রুপ আছে বর্ত ।
ভজন যদি হয়গো সত্য গুরু ধরে লও জেনে ॥
আদ্য সঙ্গ যদি করে কোনো ভাগ্যবানে সেই তো দেখছে লীলা বর্তমানে ।
সিরাজ সাঁই বলে লালন যাসনে না জেনে শ্রীবাস অঙ্গনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৭৪