গীতিকার: লালন ফকির
শিরোনাম: সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা ।
জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা ॥
কখনো ধরে আকার কখনো হয় নিরাকার ।
কেউ বলে আকার সাকার অপার ভেবে হই ঘোলা ॥
অবতার অবতারী সবই সম্ভব তারই ।
দেখোরে জগতভরি এক চাঁদে হয় উজালা ॥
ভাণ্ডব্রহ্মাণ্ড মাঝে সাঁই বিনে কি খেল আছে ।
ফকীর লালন কয় নাম ধরে সে কৃষ্ণ করিম ও কালা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৭০