গীতিকার: লালন ফকির
শিরোনাম: সাঁই দরবেশ যারা
সাঁই দরবেশ যারা ।
আপনারে ফানা করে অধরে মিশায় তারা ॥
মন যদি আজ হওরে ফকীর
জেনে লও সেই ফানার ফিকির সে কেমন অধরা ।
ফানার ফিকির না জানিলে ভস্মমাখা হয় মশকরা ॥
কূপজলে সে গঙ্গাজল পড়িলে হয়রে মিশাল উভয় একধারা ।
এমনই যেন ফানার করণ রুপে রুপ মিলন করা ॥
মুর্শীদরুপ আর আলক নূরী কেমনে এক মনে করি দুইরুপ নিহারা ।
লালন বলে রুপসাধনে হোসনে যেন জ্ঞানহারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৭১