গীতিকার: লালন ফকির
শিরোনাম: সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে
সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে ।
লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে ॥
আপনি ঘর আপনি ঘরী আপনি করেন রসের চুরি ঘরে ঘরে ।
আপনি করে মেজিস্টারি আপন পায়ে বেড়ি পরে ॥
গঙ্গায় গেলে গঙ্গাজল হয় গর্তে গেলে কূপজল হয় বেদ বিচারে ।
তেমনই সাঁইয়ের বিভিন্ন নাম জানায় পাত্র অনুসারে ॥
একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম বেওয়ারা ভবের পরে ।
লালন বলে কেবা আমি জানলে ধাধা যেতো দূরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা