গীতিকার: লালন ফকির
শিরোনাম: সাঁইর লীলা দেখে লাগে চমৎকার
সাঁইর লীলা দেখে লাগে চমৎকার ।
সুরতে করিলো সৃষ্টি আকার কি নিরাকার ॥
আদমেরে পয়দা করে খোদ সুরতে পরোয়ারে ।
মুরাদ বিনে সুরত কীসে হইলো সে হঠাৎ কার ॥
নূরের মানে হয় কী প্রকার কি বস্তু সেই নূর তাহার ।
নিরাকারে কী প্রকারে নূর চুয়ায়ে হয় সংসার ॥
আহমদ রুপে পরোয়ার দুনিয়ার দিয়েছে ভার ।
লালন বলে শুনে দেলে সেও তো বিষম ঘোর আঁধার ॥

তথ্য