গীতিকার: লালন ফকির
শিরোনাম: সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই ।
সাঁইয়ের নিরাকারে স্বরুপ নির্ণয় ॥
একদিনে সাঁই নিরাকারে ভেসেছিলো ডিম্বুভরে ।
ডিম্বু ভেঙে আসমান যমীন গঠিলেন দয়াময় ॥
নূরের দিরাকের উপরে নূরনবীর নূর পয়দা করে ।
নূরের হুজরার ভিতরে নূরনবীর সিংহাসন রয় ॥
যে পিতা সেই তো পতি গঠলেন সাঁই আদম সফি ।
কে বোঝে তার কুদরতি কেশের আড়ে পাহাড় লুকায় ॥
ধরাতে সাঁই সৃষ্টি করে ছিলেন সাঁই নিগুম ঘরে ।
লালন বলে সেই দ্বারে জানা যায় সাঁইয়ের নিগূঢ় পরিচয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১১৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৭৩