গীতিকার: লালন ফকির
শিরোনাম: সামাল সামাল সামাল তরী
সামাল সামাল সামাল তরী ।
ভবনদীর তুফান ভারি ॥
নিরিখ রেখো ঈশান কোণে চালাও তরী সচেতনে ।
গালি খেলে মরবি প্রাণ জানা যাবে মাঝিগিরি ॥
না জানিলে কী হয় কপালে চণ্ডীপাঠ ডুবিলো জলে ।
এইবার প্রাণে বাঁচিলে আর হবোনা নায়ের কাণ্ডারী ॥
ব্যাপারের ভাব যায়না জানা চিন্তাজ্বরে হলাম টোনা ।
লালন বলে ঠিক পেলাম না কোথা আল্লা হরি ॥

তথ্য