গীতিকার: লালন ফকির
শিরোনাম: সামান্যে কি সে ধন পাবে
সামান্যে কি সে ধন পাবে ।
দ্বীনের অধীন হয়ে চরণ সাধিতে হবে ॥
গুরুপদে কী না হলো কত বাদশার বাদশাহী গেলো ।
কুলবতীর কুল গেলো কালারে ভেবে ॥
গুরুপদে কত জনা বিনামূল্যে হয়ে কেনা ।
করে গুরুর দাস্যপনা সে ধরে লোভে ॥
কত কত মুনি ঋষি যুগ যুগান্তর বনবাসী ।
পাবো বলে কালো শশী বসেছে স্তবে ॥
গুরুপদে যার আশা অন্যধন্যে নাই লালসা ।
লালন ভেড়ো বুদ্ধিনাশা দো আশা ভেবে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা