গীতিকার: লালন ফকির
শিরোনাম: সামান্যে কি সেই অধর চাঁদকে পাবে
সামান্যে কি সেই অধর চাঁদকে পাবে ।
যার লেগে হলো যোগী দেবের দেব মহাদেবে ॥
ভাব জেনে ভাব না দিলে তখন বৃথা যাবে সেই ভক্তি ভজন ।
বাঞ্ছা যদি হয় সে চরণ ভাব দে না সেই ভাবে ॥
যে ভাবে সব গোপীনিরা হয়েছিলো পাগল পারা ।
চরণ চিনে তেমনই ধারা ভাব দিয়ে তায় হবে ॥
নিহেতু ভজন গোপীকার তাতে সদাই বাঁধা নটবর ।
লালন বলে মন রে তোমার মরণ ভবলোভে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা