গীতিকার: লালন ফকির
শিরোনাম: সামান্যে কি তার মর্ম জানা যায়
সামান্যে কি তার মর্ম জানা যায় ।
হৃৎকমলে ভাব দাড়ালে অজান খবর তারই হয় ॥
দুগ্ধে বারি মিশাইলে বেছে খায় রাজহংস বলে ।
কারো সাধ যদি হয় সাধনবলে হওগে হংসরাজের ন্যায় ॥
মানুষে মানুষের বিহার মানুষ ভজলে দৃষ্ট হয় তার ।
সে কি বেড়ায় দেশ দেশান্তর পীড়েয় পেড়োর খবর পায় ॥
পাথরেতে অগ্নি থাকে বের করতে হয় ঠুকনি ঠুকে ।
সিরাজ সাঁই দেয় তেমনই শিক্ষে লালন ভেড়ো সং নাচায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৭৬