গীতিকার: লালন ফকির
শিরোনাম: সামান্য জ্ঞানে কি মন তাই পারবি রে
সামান্য জ্ঞানে কি মন তাই পারবি রে ।
বিষ জুদা করিয়ে সুধা রসিকজনা পান করে ॥
কত জনা সুধার আশায় ফণীর মুখে হাত দিতে চায় ।
বিষের আতশ লেগে তার গায় মরণদশা ঘটে রে ॥
দেখাদেখি মন কি ভাবো সুধা খেয়ে অমর হবো ।
পারো যদি ভালো নইলে ল্যাঠা বাঁধবে রে ॥
অহিমুণ্ডে উভয় যদি হিংসা ছেড়ে হয় পীরিতি ।
লালন কয় সুধানিধি সেধে অমর হয় সে রে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা