গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে ধন কি চাইলে মিলে
সে ধন কি চাইলে মিলে ।
হরি ভক্তের অধীন কালে কালে ॥
ভক্তের বড় পণ্ডিত নয় প্রমাণ তার প্রহ্লাদকে কয় ।
যারে আপনি কৃষ্ণ গোসাঁই অগ্নিকুণ্ডে বাঁচাইলে ॥
বনের একটা পশু বৈ নয় ভক্ত হনুমান তারে কয় ।
কৃষ্ণরুপ সে রামরুপ ধরায় কেবল শুদ্ধ ভক্তিবলে ॥
অভক্তে সে দেয়না দেখা কেবল শুদ্ধ ভক্তের সখা ।
লালন ভেড়োর স্বভাব বাঁকা অধর চাঁদকে রইলো ভুলে ॥

তথ্য