গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে যারে বোঝায় সেই বোঝে
সে যারে বোঝায় সেই বোঝে ।
মকর উল্লার মকর বোঝার সাধ্য কার আছে ॥
যথায় কাল্লা তথায় আল্লা তেমনি রে সেই মকরউল্লা ।
মনের চক্ষু থাকতে ঘোলা মক্কার পায় কী সে ॥
ইরফানি কেতাব রে ভাই হরফ নুক্তা তার কিছু নাই ।
তাই ঢুড়িলে খোদাকে পাই খোদে বলেছে ॥
এলমে লাদুন্নি হয় যার সর্বভেদ মালুম হয় তারে ।
লালন কয় চটকে মোল্লার দড়বড়ি মিছে ॥

তথ্য