গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে যারে বোঝায় সেই বোঝে
সে যারে বোঝায় সেই বোঝে ।
মকর উল্লার মকর বোঝার সাধ্য কার আছে ॥
যথায় কাল্লা তথায় আল্লা তেমনি রে সেই মকরউল্লা ।
মনের চক্ষু থাকতে ঘোলা মক্কার পায় কী সে ॥
ইরফানি কেতাব রে ভাই হরফ নুক্তা তার কিছু নাই ।
তাই ঢুড়িলে খোদাকে পাই খোদে বলেছে ॥
এলমে লাদুন্নি হয় যার সর্বভেদ মালুম হয় তারে ।
লালন কয় চটকে মোল্লার দড়বড়ি মিছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৮৩