গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে যেন কী করলো আমায় কী যেন দিয়ে
সে যেন কী করলো আমায় কী যেন দিয়ে ।
আমি সইতে নারি কইতে নারি সে আমার কী গেছে নিয়ে ॥
ঘরে গুরুগঞ্জন বাইরে সমাজবন্ধন ।
আর কতকাল এভাবে আর যাবো সয়ে ॥
অতৃপ্ত নয়নের আশা লজ্জাভয় রমণীর ভূষা ।
যে প্রেমের বিষে লাগলো নেশা কাকে বলি বুঝায়ে ॥
বিরহ যাতনা সয়ে থাকি মনের জলে ভিজাই আঁখি ।
কে আছে ব্যাথার ব্যাথী লালন কয় কাঁদে হিয়ে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৮১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা