গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে করণ সিদ্ধি করা সামান্যের কাজ নয়
সে করণ সিদ্ধি করা সামান্যের কাজ নয় ।
গরল হতে সুধা নিতে আতসে প্রাণ যায় ॥
সাপের মুখে নাচায় ব্যাঙ্গা এ বড় আজব রঙ্গা ।
রসিক যদি হয়রে ঘোঙ্গা অমনি ধরে খায় ॥
ধন্বন্তরি গুণ শিখিলে সে মানেনা রুপের কালে ।
সে গুণ তার উল্টায়ে ফেলে মস্তকে দংশায় ॥
একান্ত যে অনুরাগী নিষ্ঠারতি ভয়ংত্যাগী ।
লালন বলে রসিক যোগী আমার কার্য নয় ॥ ।
গরল হতে সুধা নিতে আতসে প্রাণ যায় ॥
সাপের মুখে নাচায় ব্যাঙ্গা এ বড় আজব রঙ্গা ।
রসিক যদি হয়রে ঘোঙ্গা অমনি ধরে খায় ॥
ধন্বন্তরি গুণ শিখিলে সে মানেনা রুপের কালে ।
সে গুণ তার উল্টায়ে ফেলে মস্তকে দংশায় ॥
একান্ত যে অনুরাগী নিষ্ঠারতি ভয়ংত্যাগী ।
লালন বলে রসিক যোগী আমার কার্য নয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৮০