গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেশে ।
সে কথা কি কবার কথা জানিতে হয় ভাবাবেশে ।
অমাবস্যায় পূর্ণিমা সে পূর্ণিমায় অমাবস্যে ॥
অমাবস্যায় পূর্ণিমা যোগ আজব সম্ভব সম্ভোগ ।
জানলে খণ্ডে এ ভবরোগ গতি হয় অখণ্ডদেশে ॥
রবিশশী রয় বিমুখা মাসান্তে হয় একদিন দেখা ।
সেই যোগের যোগ লেখাজোখা সাধলে সিদ্ধি হয় অনাসে ॥
দিবাকর নিশাকর সদাই উভয় সঙ্গে উভয় লুকায় ।
ইশারাতে সিরাজ সাঁই কয় লালন রে তোর হয়না দিশে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৭৮