গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে নিমাই কি ভোলা ছেলে ভবে
সে নিমাই কি ভোলা ছেলে ভবে ।
ভুলেছে ভারতীর কথায় এমন কথা কেন বলো সবে ॥
যখন ব্রজবাসী ছিলো ব্রজের সব ভুলাইলো ।
সেই না গোরা নদেয় এলো দেখ নদের কারে না ভোলাবে ॥
আপনি হই কপট ভোলা ত্রিজগতের মনছলা ।
কে বোঝে তার লীলাখেলা বুঝতে গেলে ভুলে যাবে ॥
তারে ছেলে বলে যে লোকসকলে সে পাগল তার বংশ পাগল
লালন কয় আমি এক পাগল গুরুতে বেড়াই গৌর ভেবে ॥

তথ্য