গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে প্রেম জানে কি সবাই
সে প্রেম জানে কি সবাই ।
যে প্রেমে সেই লীলা খেলা গোপীর আশ্রয় ॥
সেই প্রেমের করণ করা কামের ঘরে নিস্কাম যারা ।
নিহেতু প্রেম অধর ধরা ব্রজগোপীর ঠাই ॥
প্রকৃতি সেবার বিধান গোপী ভিন্ন জানতে কে পান ।
প্রাপ্তি হয় সে গোলোক ধাম যুগল ভজন তাই ॥
গোপীর প্রেমে হয় মহাজন যাতে বাঁধা মদন মোহন ।
লালন বলে সে প্রেম এখন আমার ভাগ্যে নাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৮০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৮৭