গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে রুপ দেখবি যদি নিরবধি সরল হয়ে থাক
সে রুপ দেখবি যদি নিরবধি সরল হয়ে থাক ।
আয়না চলে ঘোমটা ফেলে নয়নভরে দেখ ॥
সরলভাবে যে তাকাবে অমনি সে রুপ দেখতে পাবে ।
রুপেতে রুপ মিশে যাবে ঢাকনী দিয়ে ঢাক ॥
চাতক পাখির এমনি ধারা অন্য বারি খায়না তারা ।
প্রাণ থাকিতে জ্যান্তে মরা ঐ রুপডালে বসে ডাক ॥
ডাকতে ডাকতে রাগ ধরিবে হৃৎকমল বিকশিত হবে ।
লালন বলে সেই কমলে হবে মধুর চাক ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা