গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে তো রোগীর মতো পাচন গেলা নয়
সে তো রোগীর মতো পাচন গেলা নয় ।
যারে সাধন ভক্তি বলা যায় ॥
অরুচিতে আহার করা জানতে পায় সেসব ধারা ।
পেট ফুলে হয়গো সারা উচ্ছিষ্ট সেবা সেহি প্রায় ॥
উপরোধের কাজ ঢেকির মতো গেলা কঠিন হয় কতো ।
সাধনে যার নাই একান্ত তারই এমনই হয় ॥
এমনই মতো বারে বারে কতই আর বুঝাবো হারে ।
লালন বলে ভক্তির জোরে সাঁইকে বাঁধে সর্বদাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৯৪