গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে ভাব সবাই কি জানে
সে ভাব সবাই কি জানে ।
যে ভাবে শ্যাম আছে বাঁধা গোপীর সনে ॥
গোপী বিনে জানে কেবা শুদ্ধরস অমৃত সেবা ।
পাপ পূণ্যের জ্ঞান থাকেনা কৃষ্ণ দরশনে ॥
গোপী অনুগত যারা ব্রজের সে ভাব জানে তারা ।
নিহেতু প্রেম অধর ধরা গোপীদের মনে ॥
টলে জীব অটলে ঈশ্বর তাইতে কি সে রসিক নাগর ।
লালন বলে রসিক বিভোর রস ধিয়ানে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৮০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৮২