গীতিকার: লালন ফকির
শিরোনাম: সে ভাব উদয় না হলে
সে ভাব উদয় না হলে ।
কে পাবে সে অধর চাঁদের বারাম কোন কালে ॥
ডাঙ্গাতে পাতিয়ে আসন জলে রয় তার কীর্তি এমন ।
বেদে কি তার পায় অন্বেষণ রাগের পথ ভুলে ॥
ঘর ছেড়ে বৃক্ষেতে বাসা অপথে তার যাওয়া আসা ।
না জেনে তার ভেদ খোলাসা কথায় কি মেলে ॥
জলে যেমন চাঁদ দেখা যায় ধরতে গেলে হাতে না পায় ।
লালন তেমনই সাধনধারায় পলো গোলমালে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৩০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৮১