গীতিকার: লালন ফকির
শিরোনাম: সেই গোরা এসেছে নদীয়ায়
সেই গোরা এসেছে নদীয়ায় ।
রাধারাণীর ঋণের দায় ॥
ব্রজে ছিলো কানাই বলাই নদীয়াতে নাম পড়ালো গৌর নিতাই ।
ব্রহ্মাণ্ড যার ভাণ্ডেতে রয় সে কি ভোলে দই চিড়ায় ॥
ব্রজে খেয়ে মাখন ছানা পুরেনি আমায় নদীয়াতে দই চিড়াতে ভুলেছে কানাই ।
যার বেণুর সুরে ধেনু ফেরে যমুনার জল উজান ধায় ॥
আয় নাগরী দেখবি তোরা নবরসের নব গোরা দেখলে প্রাণ জুড়ায় ।
লালন বলে অন্তিমকালে চরণ দেবেন গোসাঁই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২২৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৯২