গীতিকার: লালন ফকির
শিরোনাম: সেই কালাচাঁদ নদেয় এসেছে
সেই কালাচাঁদ নদেয় এসেছে ।
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই কুলবতীর কুলনাশে ॥
মজবি যদি কালার পীরিতি আগে জানগো যা তার কেমন রীতি ।
প্রেম করা নয় প্রাণে মরা অনুমানে বুঝিয়েছে ॥
ঐ পদে কেউ রাজ্য যদিও দেয় তবু কালার মন নাহি পাওয়া যায় ।
রাধা বলে কাঁদছে এখন তারে কত কাঁদিয়েছে ॥
ব্রজে ছিলো জলদ কালো কী সাধনে গৌর হলো ।
লালন বলে চিহ্ন কেবল দুই নয়ন বাঁকা আছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৮০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৯০