গীতিকার: লালন ফকির
শিরোনাম: সেই কালার প্রেম করা সামান্যের কাজ নয়
সেই কালার প্রেম করা সামান্যের কাজ নয় ।
ভালো হয় তো ভালোই ভালো নইলে ল্যাটা হয় ॥
সামান্যে এই জগতে পারে কি সেই প্রেম যাজিতে ।
প্রেমি নাম পড়িয়া সে যে দুকুল হারায় ॥
এক প্রেমের ভাব অশেষ প্রকার প্রাপ্তি হয় সে ভাব অনুসার ।
ভাব জেনে ভাব না দিলে তার প্রেমে কি ফল পায় ॥
গোপী যেন প্রেমাচারী যাতে বাঁধা বংশীধারী ।
লালন বলে সে প্রেমেরই ধন্য জগতময় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৮০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৯১