গীতিকার: লালন ফকির
শিরোনাম: সেই কালার প্রেম করা সামান্যের কাজ নয়
সেই কালার প্রেম করা সামান্যের কাজ নয় ।
ভালো হয় তো ভালোই ভালো নইলে ল্যাটা হয় ॥
সামান্যে এই জগতে পারে কি সেই প্রেম যাজিতে ।
প্রেমি নাম পড়িয়া সে যে দুকুল হারায় ॥
এক প্রেমের ভাব অশেষ প্রকার প্রাপ্তি হয় সে ভাব অনুসার ।
ভাব জেনে ভাব না দিলে তার প্রেমে কি ফল পায় ॥
গোপী যেন প্রেমাচারী যাতে বাঁধা বংশীধারী ।
লালন বলে সে প্রেমেরই ধন্য জগতময় ॥

তথ্য