গীতিকার: লালন ফকির
শিরোনাম: সেই প্রেম গুরু জানাও আমায়
সেই প্রেম গুরু জানাও আমায় ।
মনের কৈতবাদি যাতে ঘুচে যায় ॥
দাসীর প্রতি নিদয় হইয়োনা দাওহে কিঞ্চিৎ প্রেম উপাসনা ।
ব্রজের জলদ কালো গৌরাঙ্গ হলে কোন প্রেমে সেধে রাই বাঁকা শ্যামরায় ॥
পুরুষ কোনদিন সহজ ঘটে শুনলে মনের সন্দ যায় মিটে ।
তবে যে জানি প্রেমের করণি সহজে সহজে লেনাদেনা হয় ॥
কোন প্রেমে বশ গোপীর দ্বারে কোন প্রেমে শ্যাম রাধার পায়ে ধরে ।
বলো বলো তাই হে গুরু গোসাঁই অধীন লালন বিনয় করে কয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৮৮