গীতিকার: লালন ফকির
শিরোনাম: সেই প্রেম সামান্যে কি জানা যায়
সেই প্রেম সামান্যে কি জানা যায় ।
যে প্রেম সেধে গৌর হলো শ্যামরাই ॥
দেবের দেব পঞ্চাননে জেনেছিলো সে একজনে ।
শক্তির আসন বক্ষস্থলে বক্ষস্থলে দেয় ॥
প্রেমিক ছিলো চণ্ডীদাসে বিকালো রজকীর পাশে ।
মরে আবার জীবনে সে জীবনদান পায় ॥
মরে যেজন বাঁচতে পারে প্রেমগুরু জানায় তারে ।
সিরাজ সাঁই কয় লালনেরে তোর সে কার্য নয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৮৬