গীতিকার: লালন ফকির
শিরোনাম: শিরনী খাওয়ার লোভ যার আছে
শিরনী খাওয়ার লোভ যার আছে ।
সে কী চেনে মানুষ রতন তার দরগাতলায় মন মজেছে ॥
সাধুর হাটে সে যদি যায় আট বসেনা কোনো কথায় ।
মন থাকে তার দরগা তলায় তার বুদ্ধি প্যাচোয় পেয়েছে ॥
ভাস্কর প্রতিমা গড়ে মূলে প্রাণ প্রতিষ্ঠা করে ।
আবার গুরু বলে তারে এমন পাগল কে দেখেছে ॥
মাটির পুতুল দেখায় নাচায় একবার মারে একবার বাচায় ।
সে যেন স্বয়ং হতে চায় লালন কয় তার সকল মিছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৪৭