গীতিকার: লালন ফকির
শিরোনাম: সব লোকে কয় লালন কি জাত সংসারে
সব লোকে কয় লালন কি জাত সংসারে ।
লালন কয় জাতের কি রুপ দেখলামনা এই নজরে ॥
সুন্নত দিলে হয় মুসলমান নারীলোকের কি হয় বিধান
বামুন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কী করে ॥
কেউ মালা কেউ তসবিহ গলে তাইতে কি জাত ভিন্ন বলে ।
আসা কিংবা যাওয়ার কালে জাতের চিহ্ন রয় কারে ॥
জগত জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথাতথা ।
ফকীর লালন কয় জাতের ফাতা বিকিয়েছি সাধবাজারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৫৭