গীতিকার: লালন ফকির
শিরোনাম: সব সৃষ্টি করলো যেজন তারে সৃষ্টি কে করেছে
সব সৃষ্টি করলো যেজন তারে সৃষ্টি কে করেছে ।
সৃষ্টি ছাড়া কী রুপেতে সৃষ্টিকর্তা নাম ধরেছে ॥
সৃষ্টিকর্তা বলছো যারে লা শরীক হয় কেমন করে ।
ভেবে দেখো পূর্বাপরে সৃষ্টি করলে শরীক আছে ॥
চন্দ্রসূর্য যে গঠেছে তার খবর কে করেছে ।
নীরেতে নিরঞ্জন আছে নীরের জন্ম কে দিয়েছে ॥
স্বরুপশক্তি হয় যেজনা কে জানে তার ঠিক ঠিকানা ।
জাহের বাতেন যে জানেনা তার মনেতে প্যাচ পড়েছে ॥
আপনার শক্তির জোরে নিজশক্তির রুপ প্রকাশ করে ।
সিরাজ সাঁই কয় লালন তোরে নিতান্তই ভূতে পেয়েছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা