গীতিকার: লালন ফকির
শিরোনাম: সবাই কি তার মর্ম জানতে পায়
সবাই কি তার মর্ম জানতে পায় ।
যে সাধনভজন করে সাধক অটল হয় ॥
অমৃত মেঘের বরিষণ চাতক ভাবে চায়রে মন ।
তার একবিন্দু পরশিলে শমনজ্বালা দূরে যায় ॥
যোগেশ্বরীর সঙ্গে যোগ করে মহাযোগ সেই জানতে পারে ।
তিন দিনের তিন মর্ম জেনে একদিনে সেধে লয় ॥
বিনাজলে হয় চরণামৃত যা ছুইলে যায় জরামৃত ।
লালন বলে চেতনগুরুর সঙ্গ নিলে দেখায়ে দেয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৫৮