গীতিকার: লালন ফকির
শিরোনাম: সবে বলে লালন ফকীর হিন্দু কি যবন
সবে বলে লালন ফকীর হিন্দু কি যবন ।
লালন বলে আমার আমি না জানি সন্ধান ॥
একই ঘাটে আসা যাওয়া একই পাটনী দিচ্ছে খেওয়া ।
কেউ খায়না কারো ছোয়া ভিন্ন জল কে কোথা পান ॥
বেদ কোরাণে করেছে জারি যবনের সাঁই হিন্দুর হরি ।
তাও তো আমি বুঝতে নারি দুইরুপ সৃষ্টি করলেন কী প্রমাণ ॥
বিবিদের নাই মুসলমানি পৈতে নাই যার সেও তো বামনি ।
বোঝেরে ভাই দিব্যজ্ঞানী লালন তেমনই জাত একখান ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৫৯