গীতিকার: লালন ফকির
শিরোনাম: সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ ।
যার যে ধর্ম সে তাই করে তোমার বলা অকারণ ॥
ময়ূর চিত্র কেউ করেনা কাটার মুখ কেউ চাঁছেনা ।
এমনই মতো সব ঘটনা যার যাতে আছে সৃজন ॥
শশক পুরুষ সত্যবাদী মৃগপুরুষ উর্ধ্বভেদী ।
অশ্ব বৃষ বেহুশ নিরবধি তাদের কুকর্মেতে সদাই মন ॥
চিন্তামণি পদ্মিনি নারী এরাই পতিসেবার অধিকারী ।
হস্তিনী শঙ্খিনী নারী তারা কর্কশ ভাষায় কয় বচন ॥
ধর্মকর্ম সব আপনার মন করে ধর্ম সব মোমীনগণ ।
লালন বলে ধর্মের করণ প্রাপ্তি হবে নিরঞ্জন ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা