গীতিকার: লালন ফকির
শিরোনাম: শচীরে কুমার যশোদায় বলে
শচীরে কুমার যশোদায় বলে ।
মা তোমার ঘরের ছেলে বলে অবহেলায় হারালে ॥
রাধার কথা কী বলবো মা তার গুণের আর নাই সীমা
মুনি ঋষি ধ্যানী জ্ঞানী না পায় চরণকমলে ॥
তুমি আমার জন্মগুরু রাধা আমার প্রেমকল্পতরু ।
জয় রাধা নামের গুরু ঘরে ঘরে নাম মাতালে ॥
যার প্রেম সে জানেনা লালন কয় তার উপাসনা
অনন্তর অনন্ত করুণা আমি বুঝবো কোন ছলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২০০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৩৮