sonar-man-gelore-vai গীতিকার: লালন ফকির
শিরোনাম: সদা সে নিরঞ্জন নীরে ভাসে
সদা সে নিরঞ্জন নীরে ভাসে ।
যে জানে সে নীরের খবর নীরঘাটায় খুজলে তারে পায় অনায়াসে ॥
বিনা মেঘে নীর বরিষণ করিতে হয় তার অন্বেষণ ।
যাতে হলে ডিম্বের গঠন থাকে অবিম্বু শম্ভূবাসে ॥
যথা নীরের হয় উৎপত্তি সেই আবিম্বে জন্মে শক্তি ।
মিলন হলো উভয় রতি ভাসলে যখন নৈরেকারে এসে ॥
নীরে নিরঞ্জন অবতার নীরেতে সব করবে সংহার ।
সিরাজ সাঁই তাই কয় বারেবার দেখ রে লালন আত্মতত্বে বসে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৫৫