গীতিকার: লালন ফকির
শিরোনাম: সদর ঘরে যার নজর পড়েছে
সদর ঘরে যার নজর পড়েছে ।
সে কী আর বসে রয়েছে ॥
সদরে সদর হয়েছে যার বলো জন্ম মৃত্যূভয় কী আছে তার ।
সে না সাধন জোরে শমন আর যম মেরে বসে রয়েছে ॥
ফণী মণি মুক্তালতা তার সর্বাঙ্গে কাঞ্চন মুক্তা গাঁথা ।
কহিবার নয় সেসব কথা রুপে ঝলক দিতেছে ॥
সে যখন দরজা খোলে মানুষ পবন হিল্লোলে চলে ।
লালন বলে তার কি বাহক আছে আর সে তো জপসাধন করেছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৬২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা