গীতিকার: লালন ফকির
শিরোনাম: সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে
সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে ।
পাবিরে অমূল্য নিধি বর্তমানে ॥
ভজো মানুষের চরণ দুটি নিত্যবস্তু পাবে খাটি ।
মরিলে শোধ হবে মাটি ত্বরা এই ভেদ লও জেনে ॥
শুনে মরলে পাবা বেহেস্তখানা তাই শুনে তো মন মানেনা ।
বাকীর লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে ॥
আস সালাতুল মেরাজুল মোমেনীনা জানতে হয় সেই নামাজের বেনা ।
বিশ্বাসীদের দেখাশোনা লালন কয় এই জীবনে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩২২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৬৬