গীতিকার: লালন ফকির
শিরোনাম: সহজে আলক নবী
সহজে আলক নবী ।
দেহের ভিতর চৌদ্দ ভুবন বানালো কলের ছবি ॥
ভবভাবী ভবের ঘোরে ঘোর সাগরে অন্ধকারে ।
চারিদিকে মায়ার প্রাচীরে প্রমরতনে সাঁই সবই ॥
নাসুতে করে স্থিতি মালাকুতে তার বসতি ।
জলে স্থলের শশীর কিরণ মালাকুতে রয় রবি ॥
নিরাকারে হয়ে বারি বারি বিচে থাকেন বাড়ি ।
জোর করে সকলে তারই কার ভাবে হবি ভাবী ॥
লালন বলে কাতর হালে বাঁধা আছি ভূমণ্ডলে ।
কাটারে মনের কলি ভাবের ভাবী ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪২৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা