গীতিকার: লালন ফকির
শিরোনাম: সহজে অধর মানুষ না যায় ধরা
সহজে অধর মানুষ না যায় ধরা ।
হতে হবে জ্যান্তে মরা ॥
অধর ধরার এমনই ধারা গুরুশিষ্য ঐক্য করা ।
চৈতন্যরুপ নিহার করা জানিলে হয় করণ সারা ॥
হায়াত নদীর মধ্যে স্থিতি আজগুবি ফুল উৎপত্তি ।
ফুলের মধ্যে ফলের জ্যোতি হয় উজ্জল করা ॥
মেঘের কোলে বিদ্যূৎ খেলে অমনি সেরুপ যায়গো চলে ।
ভাব না জেনে ধরতে গেলে পড়বি মারা ॥
নয়নকোণে মেঘ আকৃতি দেখবে কি সেই রুপের জ্যোতি ।
লালন বলে কুলের পতি কুল না ছাড়লে কি দেবে ধরা ॥

তথ্য