গীতিকার: লালন ফকির
শিরোনাম: শহরে ষোলোজনা বম্বেটে
শহরে ষোলোজনা বম্বেটে ।
করিয়ে পাগলপারা নিলো তারা সব লুটে ॥
রাজ্যেশ্বর রাজা যিনি চোরের সে শিরোমণি ।
কারবারে ভঙ্গ দিলো কখন যেন যায় উঠে ॥
গেলো ধন মালনামায় খালি ঘর দেখি জমায় ।
লালন কয় খাজনারই দায় কখন যেন যায় লাটে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৩৯