গীতিকার: লালন ফকির
শিরোনাম: সকাল বেলা চিকন কালো এলে কি মনে করে
সকাল বেলা চিকন কালো এলে কি মনে করে ।
তুমি এলে হে নিশিজাগা রাধার দ্বারে ॥
তোমার আশাতে রে ভাই আমরা গোপীগণ সবাই ।
মনের সুখ বাসরঘর সাজাই ওহে রাখালরাজ মজালে কুলবধু রাধারে ॥
শ্যাম তোমার বুঝবে কে লীলে বলো তো গতনিশি কার কুঞ্জেতে ছিলে ।
তোমার বদনবিধ শুকায়ে গেছে শ্যাম তোমার দিয়েছো দফা মেরে ॥
পোহায়ে গেছে নিশি ও শ্যাম তুমি হয়েছো দোষী ।
আর বাজাইয়োনা ভুয়ো বাঁশি লালন বলে কিশোরী বসে আছে মানভরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা