গীতিকার: লালন ফকির
শিরোনাম: সকালে যাই ধেনু লয়ে
সকালে যাই ধেনু লয়ে ।
এই বনেতে ভয় আছে ভাই মা আমায় দিয়েছেন কয়ে ॥
আজকের খেলা এই অবধি ফিরারে ভাই ধেনু আদি ।
প্রাণে বেঁচে থাকি যদি কাল আবার খেলবো আসিয়ে ॥
নিত্য নিত্য বন ছাড়ি সকালে যেতাম বাড়ি ।
আজকে আমাদের দেখে দেরী মা আছে পথপানে চেয়ে ॥
বলেছিলো মা যশোদে কানাইকে দিলাম বলাইয়ের হাতে ।
ভালোমন্দ হলে তাতে লালন কয় কী বলবে যেয়ে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা