গীতিকার: লালন ফকির
শিরোনাম: সকল দেবধর্ম আমার বোষ্টমী
সকল দেবধর্ম আমার বোষ্টমী ।
ইষ্ট ছাড়া কষ্ট নাই মোর ঐটে ছাড়া নষ্টামি ॥
কেমন সুখ ভাত রাধা জল আনা তা কেন কেউ করে দেখোনা ।
দুটো মুখের কথার মিষ্টি দিয়ে ইষ্ট গোসাঁইর ফষ্টামি ॥
বোষ্টমী মোর শীতের কাঁথা তখন ইষ্ট গোসাঁই রয় কোথা ।
কোনকালে পরকাল হবে তাই তো ভজবো গোস্বামী ॥
বোষ্টমীর গুণ বিষ্ণু জানে ভাই আর জানি আমি চিতোরাম গোসাঁই ।
লালন বলে বোষ্টমী রতন হেসেল ঘরের শালগ্রামই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ,ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৫১